ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরে ডুবে তায়েফ নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাইয়েব ঐ গ্রামের দুবাই-প্রবাসী জায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।
জানা যায়, সকালে রান্না করছিলেন শিশু তায়েফের মা। এ সময় কয়েক জন শিশুর সঙ্গে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে খেলা করতে যায় শিশু তায়েফ। এক পর্যায়ে সকলের অজান্তেই পানিতে পড়ে যায় সে। অনেক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজতে করতে থাকেন মা। এক পর্যায়ে পুকুরে তায়েফকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আরএমও (ভারপ্রাপ্ত) ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই মারা যায় শিশুটি।
এ ঘটনায় আখাউড়া থানর ওসি নূরে আলম বলেন, ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ঐ শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




