বাঘারাজশাহী

বাঘায় বিজিবি’র বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘা প্রতিনিধিঃ

গতকাল ২৮ ফ্রেব্রুয়ারি সোমবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযানে ৫০১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বাবর আলী নামে (৩০) একজন শীর্ষ মাদক ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি। 

বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮১/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা হরিরামপুর চরের টহল দিচ্ছিলেন।

এসময় বাবর আলী (৩০), পিতা-মৃত কিতাব আলী, গ্রাম-আলাইপুর, পোষ্ট-কিশরপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী হতে আটক করে বিজিবি।

এসময় তার কাছে বস্তায় ৫০১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করে বিজিবির টহল টিম। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ২,০০,৪৩০/-(দুই লক্ষ চারশত ত্রিশ) টাকা। গ্রেপ্তারকৃত বাবর আলীকে মাদকদ্রব্যসহ বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button