বাঘায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বাঘা প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু মারা গেছেন।
আজ বুধবার বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ ইনচার্জ মোস্তফা কামাল।
এর আগে, গত শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বাঘা উপজেলা পরিষদের সামনে থেকে এ সংঘর্ষ শুরু হয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ লাঠিপেটা ও কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়ে ছিলেন। সংঘর্ষে আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে ছিলেন, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, আড়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি। তাদের মধ্যে আশরাফুল ইসলাম বাবলু সহ দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে ছিলো।
বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আক্কাছ আলীর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয় তার বিরোধী পক্ষ। আওয়ামী লীগের এই অংশটি স্থানীয় এমপি শাহরিয়ার আলমের সমর্থক হিসেবে পরিচিত।
উপজেলা পরিষদের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন সদ্য উপজেলা নির্বাচনে ১০৬ ভোটে পরাজিত রোকনুজ্জামান রিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়।



