সংবাদ সারাদেশসারাদেশ

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ১কোটি ২০ লাখ টাকা বিশেষ বরাদ্দ

সংবাদ চলমান ডেস্কঃ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে সিলেট ও সুনামগঞ্জের বণ্যাতর্দের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে সিলেট ও সুনামগঞ্জের জন্য ১কোটি২০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন। বিভাগের বন্যা কবলিত প্রতিটি উপজেলার জন্য ৫ লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছেন তিনি।’

‘সে হিসেবে সিলেট জেলার ১৩টি উপজেলার জন্য মোট ৬৫ লাখ টাকা এবং সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার জন্য ৫৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী,’ বলেন তিনি।

বিভাগীয় কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত বিভাগের চার জেলার বন্যার্তদের মধ্যে ১ হাজার ৩০৭ টন চাল, ২ কোটি ৪৫ লাখ টাকা এবং ২৪ হাজার ৩১৮ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত বরাদ্দ আছে এবং ধারাবাহিকভাবে বন্যার্ত সবার মধ্যে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button