সংবাদ সারাদেশসারাদেশ

প্রেমের জন্য জীবনের ইতি টানলেন এক স্কুল ছাত্র

গাজীপুরের শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ ছাত্রের মৃত্যু হয়।

মৃত শিক্ষার্থী সুমন মিয়া (১৬) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের রানা মিয়ার ছেলে। তার বাবা উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের একজন মুদি ব্যবসায়ী। সুমন স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

ঐ স্কুলছাত্রের বাবা রানা মিয়া জানান, গতকাল শুক্রবার বিকেলে হঠাৎ সুমন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বাসায় গিয়ে সুমনের মুখ থেকে লালা বের হতে দেখি। এ সময় সুমন ঘরে একা ছিল। শয়ন কক্ষে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ছেলে অসুস্থ হয়ে পড়েছে, এ বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, প্রেমে ব্যর্থ হয়ে ইঁদুর মারার বিষ খেয়েছেন সুমন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিরুল ইসলাম জানান, ইঁদুর মারার বিষপানে ঐ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, স্কুলছাত্র সুমন আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button