সংবাদ সারাদেশ

প্রতিষেধক নয়, সচেতনতায় বাঁচবে আপনার পরিবার ও সমাজ

ঠাকুরগাঁও প্রিতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁও জেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও ও ছুট-মাদারগঞ্জ
গ্রামের সচেতন যুবকেরা সাবান ও লিফলেট বিতরণ করেন। সোমবার বিকেল ৫টায় ৬নং আউলিয়াপুর ইউনিয়ন
চেয়ারম্যান আতিকুর ইসলাম নজরুল সাবান ও লিফলেট বিতরণ উদ্বোধন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুর ইসলাম নজরুল বলেন, সারাবিশ্বে বর্তমান আলোচনার বিষয় করোনা ভাইরাস।
এই ভাইরাসের এখনো প্রতিষেধক তৈরি হয়নি। তাই এ থেকে মুক্তি পেতে হলে করোনা ভাইরাস সম্পর্কে
নিজেদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

আর করোনা বিষয়ে গ্রামের মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সচেতন শ্রেণি এই কর্মসূচির খুব ভালো উদ্দোগ।
এই কর্মসূচিতে দুইটি গ্রামে মোট ৭০০ সাবান ও ২,০০০ লিফলেট বিতরন করেন যুবক সচেতন শ্রেণি
লিফলেটের মূল স্লোগান ছিলো প্রতিষেধক নয়, সচেতনতায় বাঁচতে পারেন আপনি, বাঁচবে আপনার পরিবার ও
সমাজ।

কর্মসূচিতে সাবান ও লিফলেট বিতরনে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, সুবাস রায়, কুলেশ রায়, বিশ্বনাথ রায়, পরিতোষ রায়, মুকুল আলী, স্বজন রায়, আদিত্য রায়, রাজু ইসলাম, উজ্জ্বল রায়, রতন রায়,
তপন রায়, স্বপন রায়, সুরঞ্জিত রায়, পলাশ রায়, অতুল রায়, মোহন রায়, গৌতম রায় প্রমূখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button