সংবাদ সারাদেশসারাদেশ

নড়াইলে নৌকা ডুবে নিহত মা ও ছেলে

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী পার হতে গিয়ে নৌকা ডুবে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো পাঁচ থেকে ছয়জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়া ঘাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জলিল শেখের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার এক বছরের শিশুপুত্র নাছিম শেখ।

স্থানীয়রা বলেন, নাজমা বেগমের দাদী আবেজান বেগম (৮০) মারা যাওয়ার খবর শুনে সেখানে যাচ্ছিলেন নাজমা ও তার পরিবারের সদস্যরা।

এসময় শুক্তগ্রাম বাহিরডাঙ্গা খেয়া পার হওয়ার জন্য নৌকায় উঠেন তারা। নৌকায় ১৫-১৬ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত ওজনের কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়।

এসময় কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও ৫ থেকে ৬ ছয় জন আসতে পারেননি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম, কালিয়া থানা পুলিশ, নৌপুলিশ উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

কালিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান জানান, নৌকাটিতে ১৭-১৮ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অনেকেই সাঁতরে তীরে উঠলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমিম আলম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button