সংবাদ সারাদেশ

দুর্গাপুরে প্রেসক্লাবের ব্যানারে নগ্ন নিত্য

দুর্গাপুর প্রতিনিধিঃ

এটি কোন সভ্য সমাজের হতে পারেনা এটি কোন বিবেকবান জাতির হতে পারেনা, হতে পারেনা কোন সুশিল সমাজের। এমন মন্তব্য করে গতকাল (১২ ফেব্রুয়ারি)  রাজশাহীর সাংবাদিক সমাজের একজন সিনিয়র সাংবাদিক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন দুর্গাপুরে বেশ কিছুদিন ধরেই অপ সাংবাদিকতার আভাস কানে ভেসে আসছিল, কিন্তু তাদের কর্মকান্ড যে এভাবে সাংবাদিক সমাজকে ছোট করবে তা আমরা কখনো ভাবিনি।

সেই সিনিয়র সাংবাদিক আরো বলেন দুর্গাপুর প্রেসক্লাবের ব্যানারে রাজশাহীর সাংবাদিকদের বরণের যে আয়োজন করা হয়েছিল তা পুর্বে থেকেই ছিল পরিকল্পিত গান বাজনা অসামাজিক নিত্যের পরিকল্পনা। এই পরিকল্পনা সাংবাদিক সমাজকে ঘিরে করা উচিত হয়নি। দুর্গাপুরের একজন স্থানীয় গনমাধ্যম কর্মী বলেন অসামাজিক নিত্যের জন্য যেসকল যুবতি নারিদের আনা হয়েছিল তারা সকলেই প্রতিবেশি জেলা নাটোর থেকে ভাড়াটিয়া হিসেবে এসেছিল।

তিনি বলেন গতকাল শুক্রবার সেই ভিডিও প্রথমে দুর্গাপুর প্রেসক্লাবের একাধিক সদস্য তাদের ফেসবুকে আপলোড করলেও কিছুক্ষনের মধ্যেই তা আবার রিমুভ করেন। সেই সাংবাদিক বরনের নামের অর্ধনগ্ন নাচের ভিডিওতে দেখাগেছে দুর্গাপুরের কয়েকজন সাংবাদিকদের মধ্যে একজন বিতর্কিত সাংবাদিক সেই ভাড়াটিয়া যুবতিকে জড়িয়ে ধরে নাছে মগ্ন হয়েছিল। সুশিল সমাজের উপস্থিতিতে সেই যুবতির স্পর্শ কাতর স্থানে বিভিন্ন সময় স্পর্শ করছে।এই রঙনিলা যেন যাত্রা পালাকেও হার মানিয়েছে। রাতেই রাজশাহীর ক্লিন ইমেজের সাংবাদিকদের এক অংশ দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলীর নিকট মুঠো ফোনে এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার ডাকে সেখানে গিয়েছি।তিনি বলেন এমন পরিবেশ সৃস্টি করবে আগে বুঝতে পারলে সেখানে যাওয়ার প্রশ্নই উঠেনা। দুর্গাপুরের একজন সুনাম ধন্য ব্যবসায়ী বলেন করোনা কালিন সময়ে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল প্রকার বাড়তি আয়োজন নিষেধ।

তাছাড়া দেশের সব চাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এখনো রয়েছে ঝুকিপূর্ণ। আর এই ঝুকিপূর্ণ সময়ে এই অশ্লিন নিত্য পুরো সমাজকে ভাবিয়ে তুলেছে। রাজশাহীর একজন সাংবাদিক নেতা বলেন এই ব্যানার সাংবাদিকতার প্রভাব পড়ে আজ বিপাকে পড়ছে মুল ধারার সাংবাদিকরা। প্রতিনিয়ত, এদের দ্রুত প্রতিহত করার দাবি জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button