সংবাদ সারাদেশ

আগামী মঙ্গলবার থেকে কমতে শুরু করবে বন্যার পানি,ত্রাণ প্রতিমন্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

আগামী মঙ্গলবার থেকে দেশের বন্যাকবলিত এলাকায় পানি কমতে শুরু করবে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

তিনি জানান, সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে অবনতি হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পরিস্থিতি।

আজ রবিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

এই ব্যপারের ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১২ টি জেলার ৭০টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। নতুন করে ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, সিলেটের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে সুনামগঞ্জে অপরিবর্তিত আছে। একইসঙ্গে হবিগঞ্জ ও মৌলভীবাজারের পরিস্থিতি অবনতি হয়েছে। আবহাওয়া অধিদফতর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কমতে শুরু করবে পানি ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button