দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

ঈদ আনন্দে মলিন এবার নিন্মবৃত্ত ও মধ্যবৃত্তদের হাসি মাখা মুখ

 জি,এম কিবরিয়া / দুর্গাপুর,রাজশাহীঃ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উল্লাস, আর ঈদ মানেই বাহারী সব বিলাশ।

দীর্ঘ রমজান মাস,সিয়াম সাধানার পড়ে আসে কাঙ্খিত ঈদুল ফিতর। বরাবরই বাঙ্গালি জাতি ধর্মের প্রতি আবেগ প্রবণ । আর এই রমজান মাসে পরিবর্তন ঘটে প্রার্থীব সমাজ ব্যাবস্থার। রোজা, সেহেরি, ইফতার, তারাবি ইবাদত এর মধ্য দিয়ে সময় পার করে প্রতিটি ব্যাঙ্গালী মুসলিম পরিবার।

এক চাঁদ থেকে শুরু করে আরেক চাঁদ পর্যন্ত চলে এই সিয়াম সাধনা। আর তার সমাপ্তি ঘটে ঈদুল ফিতরের নামাজের মাধ্যমে। এই উৎসব শুরু হয় নতুন পোশাক পরে ঈদের ২ রাকাত নামাজ আদায় এর মাধ্যমে । বিভিন্ন রকমের খাবার রান্নাকরে আত্মিয় স্বাজন পরস্পর কে দাওয়াত দেন ছোট দের ঈদ পরবি বা টাকা উপহার দেওয়া হয়।

কিন্তু এবার দেখলো বাঙ্গালী মুসলিমরা ভিন্ন ঈদ। চলোমান করোনা ভাইরাস পরিস্থিতি তে বিধ্বস্ত অর্থনীতি, লক ডাউনে সারাদেশ। কর্মহীন হাজার হাজার মানুষ তিন বেলা নিজের আহার জোগাতেই হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষ। তাই এবারের ঈদে নেই পোশাক কেনার প্রতিযোগিতা, নেই মেহদী উৎসব, নেই দাওয়াতের লম্বা তালিকা। ঈদের নামাজেও হবেনা কুশল বিনিময়। তাই এবারে ভাটা পড়েছে ঈদ আনন্দে। মলিন হয়েছে মুসলমানদের আনন্দমাখা মুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button