সংবাদ সারাদেশ

রাজধানীর তুরাগে অবৈধ অস্ত্র ও জাল নোটসহ গ্রেফতার

সংবাদ চলমান ডেস্কঃ

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেককে (৬৩) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কামার পাড়া থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল নোটসহ ১ টি বিদেশী পিস্তলও উদ্ধার করে র‌্যাব-১।

আব্দুল মালেক এর স্থাবর,অস্থাবর সম্পত্তির একটি আনুমানিক হিসাব আমাদের হাতে আসে। সেখান থেকে জানা যায় যে, তার স্ত্রীর নামে দক্ষিণ কামার পাড়ায় ২টি ৭তলা বিলাসবহুল ভবন আছে।

তিনি আরো জানান, ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন আছে এবং দক্ষিণ কামার পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম আছে।

এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে,বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানাগেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button