সংবাদ সারাদেশ

জমি নিয়ে বিরোধে,প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সংবাদ চলমান ডেস্কঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. কাশেম মাঝি নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে শফিক মিঝি নামে  এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে কাশেম মাঝির মৃত্যু হয়। নিহত কাশেম মাঝি চরজব্বার ৭নং ওয়ার্ড চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। আটককৃত শফিক মিঝি একই এলাকার ফজলের রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কাশেম মাঝি ও শফিক মিজির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে  দিকে স্থানীয় এক মসজিদের সামনে কাশেম মাঝির ছেলের সাথে শফিক মিজির তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর কাশেম মাঝি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফিক মিঝি অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে বুকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় কাশেম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করেন শফিক। পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিঝিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button