সংবাদ সারাদেশসারাদেশ

চুয়াডাঙ্গায় ৫ কেজি সোনা সহ আটক দুই

চুয়াডাঙ্গার জীবননগরে ৫ কেজি ওজনের ২৩টি সোনার বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুই জন সন্দেহ ভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এবং ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩টি সোনার বার। যার ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা।

আটককৃত আসামীরা হলেন, দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।

এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। এবং সোনার বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button