সংবাদ সারাদেশসারাদেশ

ঘৃণার পাত্র


আমার শস্য ক্ষেত্র আগাছায় ভরাআমি যেন নিষ্পাপ জগৎ সেরা।

চলনে বলনে আমি পূত পবিত্রকী বীভৎস আমার আসল চিত্র।

পরের ক্ষতি চিন্তায় সদা রত আমাকে নিয়ে মানুষ হয় বিব্রত।

বসনে ভূষণে আমি ফেরেস্তা তুল্যসমাজে আমার কতই না মূল্য।

স্বরূপ আমার তিক্ত মাকাল ফলমানবের ক্ষতির তরে করি কৌশল।

বোধোদয় হবে কখন আমারআমি হই ঘৃণার পাত্র সবার।


ড. মুহাম্মদ সোলাইমান সহযোগী অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button