সংবাদ সারাদেশ

গভীর সুন্দর বনের ম্যানগ্রোভ এগিয়ে নিতেএলেন কুলতলি র বিধায়ক শ্রী গনেশ মন্ডল

মনোয়ার ইমাম কলকাতা প্রতিনিধিঃ

ভূমিক্ষয় ও আমপান ঘূর্ণিঝড় ও হড়কা বানের এবং চোরা শিকারীদের দৌরাত্ম্য ফলে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে গভীর সুন্দর বনের ম্যানগ্রোভ বনাঞ্চল। যারফলে সুন্দর বন এলাকা ক্রমশ কমে যাচ্ছে। যার ফলে বিপন্ন প্রজাতির পশুপাখি সহ বন্যপ্রাণীরা বিপদের সম্মুখীন।

এবং গভীর সুন্দর বনের বাঘ ঢুকে পড়ছে লোকালয়ে। এর হাত থেকে বাচতে এবং আগের মতো গভীর সুন্দর বনে অবস্থা ফিরিয়ে আনার জন্য আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার কুলতলি র বিধায়ক শ্রী গনেশ মন্ডলের নেতৃত্বে চললো ম্যানগ্রোভ বৃক্ষ রোপণের সূচনা। এদিন কুলতলি র গভীর সুন্দর বন এলাকার গোপালগঞ্জ এলাকায় সকাল থেকে ম্যানগ্রোভ বনাঞ্চলে নতুন করে ম্যানগ্রোভ বৃক্ষ লাগাতে হাত লাগিয়েছেন।

তাই নয় তিনি সুন্দর বন লাগোয়া বিভিন্ন অঞ্চল প্রধানদের কাছে সাহায্য চেয়েছেন যে এই ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ প্রকল্পের কাজ করতে যারা একশত দিনের কাজের সাথে যুক্ত পুরুষ ও মহিলাদের কাজে লাগাতে। পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী গনেশ মন্ডল বলেন এই ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ দ্বারা পরবর্তীতে সুন্দর বন এলাকার ভূমি ক্ষয় এবং বন সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে।

আজকের এই ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দর বনের বনবিভাগের কর্মীরা এবং কুলতলি র বি ডি ও র কর্মকর্তারা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা এবং সুন্দর বন এলাকার বাসিন্দারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button