সংবাদ সারাদেশসারাদেশ

কুড়িগ্রামের এডিসিকে রাজশাহীর আদালতে তলব

কুড়িগ্রামের এডিসিকে রাজশাহীর আদালতে তলব

সংবাদ চলমান ডেস্কঃ
২০১৫ সালে দায়েরকৃত নাশকতার মামলায় বর্তমানে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) রাজশাহীর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৭ নভেম্বর তাকে স্ব-শরীরে আদালতে হাজির হতে বলা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি ভোররাতে রাজশাহীর বাঘা উপজেলা ভূমি অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবহৃত স্টোর রুমে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় তৎকালীন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার বাদী হয়ে থানায় মামলা করেন।

পরবর্তীতে ২০১৬ সালের ১২ মার্চ ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হীরেন্দ্রনাথ প্রামাণিক। পরে আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠন করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ওই ঘটনার সাক্ষী মো. আব্দুল আজিজ আদালতে সাক্ষ্য দিতে গিয়ে জানান, তিনি ঘটনার রাতে বাদল চন্দ্র হালদারকে ফোনে জানিয়েছিলেন। খবর পেয়ে বাদল চন্দ্র হালদার ঘটনাস্থলে আসেন। মামলার অভিযোগপত্রে মো. আব্দুল আজিজকে সাক্ষী করলেও ঘটনার প্রত্যক্ষদর্শী তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বাদল চন্দ্র হালদারকে সাক্ষী করা হয়নি।

মামলার অন্য সাক্ষীরা তার নাম বলায় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আহসান হাবীব রঞ্জু আদালতে বাদল চন্দ্র হালদারকে সাক্ষী মান্য করার দরখাস্ত দেন। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক মো. মেহেদী হাসান তালুকদার তার প্রতি সমন জারি করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button