সংবাদ সারাদেশসারাদেশ

এক অসহায় মানুষের আবেদন

স্বজন রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ছুট মাদারগঞ্জের বাসিন্দা  মৃত খোলা রাম রায়ের ছেলে ললিত মোহন (মটাই) । সমাজের পিছিয়ে পরা মানুষদের মধ্যে তিনি একজন। তবু ইউনিয়ন পরিষদ থেকে পাচ্ছে না কোন সুযোগ সুবিধা। ললিত মোহনের বয়স ৬৮ অর্থাৎ সত্তরের ছুইছুই। তবু নেই বয়স্ক ভাতার কার্ড। স্ত্রীও গত হয়েছে বছর তিনেক আগে। ললিত মোহন ৬৮ বছর বয়সেও  অন্যের বাড়িতে কাজ করে অর্থ উপার্জন করতে হয়। ললিত মোহনই পরিবারে একমাত্র আয়ের উৎস।

তার সংসার চলে নিত্য দিনের উপার্জন দিয়ে। পারিশ্রমিকও পান যতসামান্য। কোনদিন দুই-তিনশ বা আড়াইশো। তা দিয়েই কোন মতো সংসার চলে মোহনের। তার বাড়িতে রয়েছে মেয়ে স্বপ্না রাণী(১৫) ও তাঁর নাতি প্রদীপ রায়(৩)।মাত্র দুই কাঠা জমির উপর বসবাস করেন তিনি। অন্য দিকে ইউএসডিও সংস্থা থেকে মাসিক কিছু সাহায্য পেলেও ইউনিয়ন পরিষদ থেকে পাচ্ছে না কোন সুযোগ সুবিধা।

ললিত মোহন বলেন, আমার বয়স হয়েছে। আগের মতো কাজও তেমন করতে পারছি না। এখন যদি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে কোন সাহায্য সহযোগীতার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হতো।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button