সংবাদ সারাদেশসারাদেশ

একুশে পদক পাচ্ছেন ২৪ জন নাগরিক

সংবাদ চলমান ডেস্কঃ

এ বছর ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০২২ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মোস্তফা এম এ মতিন (মরণোত্তর), ভাষা আন্দোলন, মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর), ভাষা আন্দোলন এবং নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ, মরহুম অভিনেতা খালেদ খান, কবি কামাল চৌধুরীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২২) একুশে পদক পাচ্ছেন।

আজ ৩রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।

এ বছর ভাষা আন্দোলনে ২ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৪ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, সমাজসেবায় ২ জন, গবেষণায় ৪ জন এবং দলগতভাবে ৩ জন একুশে পদক পাচ্ছেন।

এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় ১ জন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button