রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে নিষেধাজ্ঞা

শীত এলেই খেজুর রস খাওয়ার ধুম পড়ে গ্রামে-গঞ্জে। উৎসবমুখর ভাবে খাওয়া হয় এ রস। আর প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা খেজুরের রসে ঝুঁকি বাড়াচ্ছে নিপাহ ভাইরাসে আক্রমণের। দেশে নিপাহ আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার ৭০ শতাংশের বেশি।

সম্প্রতি রাজশাহীতে সন্দেহভাজন নিপাহ ভাইরাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একাধিক টিম এ জেলায় ভিজিট করেছেন। সর্তক থাকতে দিয়েছেন নানা নির্দেশনা। এর ফলশ্রুতিতে কাঁচা খেজুর রস বিক্রেতাদের রস নষ্ট করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

তিনি বলেন, নিপাহ ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যে খেজুর রস বিক্রিতে অস্থায়ী মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হচ্ছে। কাঁচা রস কেউ বিক্রি করলেই তার রস ধ্বংস করা হচ্ছে।

রামেক হাসপাতালের তথ্য বলছে, ১ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত রাজশাহী মেডিকেলে ১৫২ জন নিপা সাসপেক্টেড রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮ জনের রিপোর্ট এখনো আসেনি। বাকি ১৪৪ জনের নিপাহ ভাইরাস পরীক্ষা-নিরীক্ষায় নেগেটিভ এসেছে। অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষায় আক্রান্তের হার ‘শূন্য’। তবে পরীক্ষা-নিরীক্ষায় আক্রান্ত হার ‘শূন্য’ হলেও নিপাহ ভাইরাসের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button