ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক অনুদান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ায় ৮ জন শিক্ষার্থীকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন ।

সােমবার ১৭ মে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে সরকারি মেডিকেলে চান্স পাওয়ায় ভর্তির জন্য আটজন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ড . কে এম কামরুজ্জামান সেলিম । গত ১০ এপ্রিল ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল । জেলা প্রশাসক স্ট্যাটাসে লিখেন – এ বছর ঠাকুরগাঁও জেলা হতে যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন , ভর্তির বিষয়ে কোন আর্থিক সহায়তা প্রয়ােজন হলে জেলা প্রশাসকের কাছে আবেদন দিতে ।

সে অনুযায়ী আটজন শিক্ষার্থী আবেদন করে । সেই আবেদনের প্রেক্ষিতে আটজনের প্রত্যেকের মাঝে ২৫ হাজার করে টাকা প্রদান করেন জেলা প্রশাসক । এই মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদান করতে পেরে অত্যন্ত আনন্দিত হন ঠাকুরগাঁও জেলা প্রশাসন । এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন ও তাদের অনুভূতির কথা শােনেন । এছাড়াও জেলা প্রশাসকের স্বাক্ষরিত অভিনন্দন পত্র প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় । তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে যেকোনাে বিপদ – আপদে সহযােগিতার আশ্বাস দেন ।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলম, এডিএম কামরুন নাহার , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কামরুল হাসান সােহাগসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন । জীবনের লক্ষ্য অর্জনের প্রথম ধাপে স্বপ্র প্রণােদিত হয়ে জেলা প্রশাসনের এ উদ্যোগ নিশ্চয়ই তাদের কর্মজীবনে মানবিক মানুষ হওয়ার অনুপ্রেরণা যােগাবে এবং তাদেরকে এ ধরণের হাজারাে – লক্ষ মানবিক কাজ করার শক্তি যােগাবে বলে জেলা প্রশাসক ড . কে এম কামরুজ্জামান সেলিমসহ প্রশাসনের সকলে প্রত্যাশা করেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button