সংবাদ সারাদেশসারাদেশ

‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে পুলিশকেও ছাড় নয়’

সংবাদ চলমান ডেস্ক:  জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের সহায়তা চেয়ে লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরে আর প্রশাসন তা নিরসনে কাজ করছে। পুলিশ যদি অবৈধ কাজে জড়িত থাকে সে তথ্যও লিখবেন। তাদেরও ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার সকালে নিজ সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাঝেমধ্যেই চালানো হবে ডোপ টেস্ট কার্যক্রম। শুধু যোগদানের সময় নয়, প্রয়োজনে সবার এ টেস্ট করা হবে।

তিনি বলেন, দিনদিন সামাজিক অপরাধ বাড়ছে। মাদক, বাল্যবিয়ে ও পারিবারিক নির্যাতনসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সামাজিকীকরণ শিক্ষার বিকল্প নেই। এজন্য পাড়ায়-মহল্লায় ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সিলিং করা হবে।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (এ সার্কেল) শফিকুল ইসলাম, সদর থানার ওসি মাহফুজ আলম, জেলা ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন, ট্রাফিক পরিদর্শক আব্দুল কাদের প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button