লাইফস্টাইলসারাদেশ

একদিনেই চুলকে খুশকিমুক্ত করবে পুদিনা পাতা!

সংবাদ চলমান ডেস্ক : পুদিনা পাতা খাবারের স্বাদ বাড়ায় তা সবারই জানা। তবে রূপচর্চায়ও এর ব্যবহার অতুলনীয়। তাছাড়া যারা বিরক্তিকর খুশকির সমস্যায় ভুগছেন, তাদের জন্যও পুদিনা পাতা সুখবর বয়ে আনে।

খুশকি থেকে নিমিষেই মুক্তি পেতে পুদিতা পাতার গুণ বেশ কার্যকরী। কারণ পুদিনা পাতা এক প্রকার অ্যান্টিসেপটিক। পুদিনা পাতায় প্রচুর পরিমাণে মেন্থল আছে। যার ফলে মাথা ঠাণ্ডা হয়। মাথার মধ্যে জমে থাকা ময়লাকে পরিষ্কার করে। যার থেকে খুশকি জন্ম নিতে পারে না। খুশকি চুলে জন্মালেও তাকে একেবারে গোড়া থেকে নির্মূল করে। চলুন জেনে নেয়া যাক এর পুদিনার পেস্ট তৈরি ও ব্যবহার পদ্ধতি-

তৈরি ও ব্যবহার পদ্ধতি
চুল বুঝে পরিমাণ মতো পুদিনা পাতার সঙ্গে পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটু ঘন করেই পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট সম্পূর্ণ চুল ও চুলের গোঁড়ায় ভালোভাবে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ঠিকভাবে চুল ধুয়ে নিন। দেখবেন প্রথম দিনেই খুশকি দূর হয়ে যাবে। তবে সপ্তাহে দুইবার এই পেস্ট ব্যবহারে খুব দ্রুত খুশকির সমস্যা থেকে চিরতরে পরিত্রাণ পেয়ে যাবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button