রাজশাহী বাসিকে কাঁদিয়ে বিদায় নেওয়া সেই জেলা প্রশাসকের ভিডিও সাক্ষাৎকার
ঈসীতা রহমানঃ
রাজশাহী বাসিকে কাঁদিয়েই বিদায় নিলেন রাজশাহীর সু যোগ্য জেলা প্রশাসক হামিদুল হক। এমন সংবাদ খুঁজতে একাধিক স্থানে সংবাদ চলমানের টিম অনুসন্ধানে গেলে উঠে আসে এই জেলা প্রশাসকের হাজারো রেখে যাওয়া গুনের স্মৃতি।
বিস্তারিত ভিডিওতে দেখুন
যেন রাজশাহী জেলা বাসিকে অবিভাবক হীন করেই চলে যাচ্ছেন তিনি। জেলার আনাচে কানাচে যেন পড়ে রয়েছে তার বদলিয়ে দেওয়া হাজারো নিতি। এই নিতি বান ব্যক্তিকে আঁকড়ে ধরে রাখতে চাইছিল এই জেলার অগনিত মানুষ।
রাজশাহী জেলা সহ জেলার একাধিক উপজেলা ঘুরে এই জেলা প্রশাসকের বিদায় নিয়ে কথা বললে অনেকেই যেন বিশ্বাস করতে চাইছেনা এই মহান মানুষটির বিদায়ের সংবাদ। অনেকেই বলছেন একজন জন প্রতিনিধি মাত্র একটি বা দুইটি উপজেলায় আধা জনপ্রিয় হয়ে থাকেন, কিন্তু এই জেলা প্রশাসক, আর এম পি সহ পুরো ৮ টি উপজেলায় সাধারন মানুষের নিকট এত প্রিয় হয়ে উঠেছেন যেটি যে কোন জন প্রতিনিধি কেও শিখিয়ে যাবে যে মানুষের ভালোবাসা কিভাবে এত অল্প সময়ে ছিনিয়ে নেওয়া যায়।
অনেকেই বলছেন এই ডিসির নিকট থেকেও শিক্ষা গ্রহন করা দরকার অনেক রাজনীতি বিদদের। তবে বিদায়ি এই জেলা প্রশাসক বিদায় মহুর্তে ভিডিও সাক্ষাৎকারে অনেক গুরুতর কথা বলেছেন প্রিয় রাজশাহী বাসির জন্য।






