রাজশাহী সংবাদ

পাইপ লিকেজ হওয়ায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক: পাইপ লাইনে লিকেজ হওয়ায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজশাহীতে। আজ সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে রাজশাহী নগরীতে। তবে সরবরাহ বন্ধ থাকার পরেও পাইপলাইনে যেটুকু আছে, সেটুকু শেষ হওয়া পর্যন্ত গ্রাহকরা গ্যাস পাবেন। আগামীকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আবার স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারঘাটের মাড়িয়া গ্রামে গ্যাসপাইপ লাইনে লিকেজ ধরা পড়ায় সেটি সংস্কার করতে হবে। এ কারণে আজ সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত রাজশাহী নগরীর বাসাবাড়িতে গ্যাস থাকবে না। তবে সরবরাহ বন্ধ থাকার পরেও পাইপলাইনে যেটুকু আছে, সেটুকু শেষ হওয়া পর্যন্ত গ্রাহকরা গ্যাস পাবেন। ফলে আগামীকাল মঙ্গলবার দুপুরে বা তারপর থেকে গ্রাহকরা গ্যাসের সমস্যায় ভুগতে পারেন গ্রাহকরা। এটি নির্ভর করবে সাধারণত গ্রাহকদের ব্যবহারের উপরে। এই সময়ের মধ্যে পাইপলাইনে যেটুকু গ্যাস রয়েছে, সেটুকু শেষ হয়ে গেলেই গ্রাহকরা গ্যাসের সমস্যায় ভুগতে পারেন।

তবে মঙ্গলবার রাত ১২টা থেকে আবার স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ বলে জানান তিনি।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button