রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীর সেই মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী হত্যায় মৃত্যুদণ্ড ৪

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের সেই কর্মচারী প্রকাশ সিং হত্যায় মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

এসময় দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নওগাঁর নিয়ামতপুরের শ্যামপুরের (পশ্চিমপাড়া) জিন্নাত আলী মন্ডলের ছেলে বাদল মন্ডল (৪৬), তানোরের এনায়েতপুর (চোরখৈর) এলাকার মৃত জলধর শিং এর ছেলে বিমল শিং (৫০), তার স্ত্রী অঞ্জলী রাণী (৪৫) এবং বিমল শিং এর ছেলে সুবোধ শিং (২০)।

এই ঘটনা নিশ্চিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী প্রকাশ সিংয়ের চাচি অঞ্জনী রায়। তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল ওই এলাকারই বাদল মণ্ডল নামের এক ব্যক্তির। বিষয়টি অঞ্জনী রায়ের স্বামীসহ অনেকেই জানতেন। তবে কেউই বাধা দিতেন না। তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান অঞ্জনীর স্বামীর বড় ভাই নির্মল সিং। এ কারণেই বিমল সিং, অঞ্জনী রায়, তার ছেলে সুবোত সিং ও বাদল মণ্ডল মিলে নির্মল সিংকে হত্যার পরিকল্পনা করেন।

পিপি আরো বলেন, করোনার সময় কাজ কম থাকায় ছুটি নিয়ে বাড়ি ফেরেন প্রকাশ। তখন ঘটনাটি তিনিও জানতে পারেন। এমন কাজে আপত্তি জানান তিনি। যার কারণে বাবা নির্মল সিংকে না মেরে প্রকাশকে মারার পরিকল্পনা করেন আসামিরা। একদিন সন্ধ্যায় বাইরে গেলে প্রকাশকে পরিকল্পিতভাবে হত্যা করে তানোর-গোদাগাড়ীর এমপি ফারুকের বাড়ির পাশে মরদেহ ফেলে রাখে। পরে এ নিয়ে থানায় মামলা করেন প্রকাশের বাবা। ওই মামলায় পুলিশের কাছে এক জবানবন্দিতে হত্যার কথা স্বীকারও করেন আসামিরা।

তিনি বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় ওই চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ওই সময় আসামিরা উপস্থিত থাকায় এই রায় ঘোষণা করেন আদালতে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ এপ্রিল রাজশাহীর তানোরে প্রকাশ সিংকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত প্রকাশ সিং এর বাবা নির্মল সিং বাদি হয়ে তানোর থানায় মামলা দায়ের করেন। তানোর উপজেলার চৈরখর গ্রামের নির্মল শিং এর ছেলে এবং রাজশাহীর নবরুপ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ছিলেন প্রকাশ সিং।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button