রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীর ঈদগাহগুলো প্রস্তুত,ঈদের নামাজের জন্য

নিজস্ব প্রতিবেদকঃ

গত দুই বছর করোনার কারণে রাজশাহীর ইদগাহ মাঠগুলোতে ইদের নামাজ হয়নি। তবে এবার করোনার প্রকোপ কমে আসায় মানুষের স্বাভাবিক জীবনযাপন শুরু হয়েছে। দুই বছর পর রাজশাহীর ইদগাহে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য রাজশাহীর সকল ইদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজানোর কাজ জোরেশোরে চলছে। প্রতিটি ঈদগাহকে সাজানো হয়েছে নানান সাজে।

গত শুক্রবার (২৯ এপ্রিল) শাহ মখদুম কেন্দ্রীয় ইদগাহ, বুলনপুর ইদগাহ, টিকাপাড়া কেন্দ্রীয় ইদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, কয়েরদাড়া ইদগাহ, হাজী লাল মুহাম্মদ ইদগাহ,মেহেরচন্ডি নতুনপাড়া ইদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ইদগাহ, মির্জাপুর ইদগাহ, ডিঙ্গাডোবা ইদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ইদগাহ, ডিঙ্গাডোবা ইদগাহ ঘুরে দেখা যায়, প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা ।

এই ঈদের আনন্দ উল্লাস, এবং ঈদ্গাহ গুলো সাজানোর বিষয়ে জানতে চাইলে, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল আলম বলেন, ইদ জামাতকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশের টহল টিম কাজ করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button