রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে যুব মেলার উদ্বোধন করলেন-পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিহত করণে যুবদের করনীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সারা দিনব্যাপী রাজশাহী কলেজ অডিটরিয়ামে এই যুবমেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দিন শাহীন, পুলিশ সুপার সাইফুর রহমান, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল ওলিউর রহমান।

পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত যুবমেলায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এন্টি টেররিজম ইউনিট) রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল ইলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) সালমা সুলতানা আলম সহ অনেকেই।

এসময় উপস্থিত বক্তারা বলেন, যুব সমাজকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে। তাই সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে যুবকরাই পারবে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে। আমাদের যুব সমাজই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। যুবকদের শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এক্ষেত্রে অপরাধ ও উগ্রবাদ বিহীন দেশ গড়তে যুবদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সার্বিক আয়োজনে ছিলেন দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. সফিউল আওয়াল, সিনিরয় ফিল্ড ফ্যাসিলিটেটর বশির আহমেদ।

উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশনের পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস) প্রকল্পের আওতায় এই যুবমেলা অনুষ্ঠিত হয়েছে। পিস, প্রকল্পের মূল লক্ষ্য হলো-কার্যকর ভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধ মূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button