রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

রাজশাহীতে  জামায়াতে ইসলামীর পুনরায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ

কড়া নিরাপত্তা উপেক্ষা করে পুনরায় রাজশাহীতে জামায়েতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টার পর রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল জামায়াতের আমির শফিকুর রহমানকে নিঃশর্তে মুক্তির দাবিতে পুনরায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই মিছিল করেছে বলে জানা গেছে।

কঠোর পুলিশি তৎপরতার পরও কিভাবে তারা এই আন্দোলন ও মিছিল চালিয়ে যাচ্ছে? কেনইবা বন্ধ হচ্ছে-না তাদের কর্মসূচিগুলো? এমন প্রশ্ন রাখছেন সচেতন মহল।স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২ টার পর ৫০ মিনিট ধরে রাজপাড়া থানাধীন ঐতিহ্য চত্বর ও বহরমপুর সিটি বাইপাস মোড় এলাকায় তারা এই আন্দোলন করে।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কমিটির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছিল দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কাদিরগঞ্জ হয়ে দড়িখরবোনা মোড়ে গিয়ে শেষ করেছিল।

ওইদিন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদসহ কয়েকজন পুলিশের ওপর হামলা হয়েছিল জামায়েত নেতারা। এমন হামলায় এসআই ও কন্সটেবল আহত হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।ভয়ভীতি ও নাশকতা সৃষ্টির আগেই তাদেরকে রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। 

শনিবার হঠাৎ আন্দোলন সম্পর্কে রাজপাড়া থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীরা সুযোগ বুঝে এই মিছিল করছে। যেখানে, প্রশাসন পৌঁছার আগেই তারা পালিয়ে যাচ্ছে। চেষ্টা অব্যহত থাকছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button