রাজশাহী সংবাদ

ঢাবির পর এবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাবিও

রাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ইউজিসির আয়োজনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগের মতোই রাবিতেই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

সভা শেষে ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিলো। আমাদের একাডেমিক কাউন্সিল তা নাকচ করে দিয়েছে। কাউন্সিলের সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একাডেমিক কাউন্সিলে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান বলেন, আমরা যেভাবে ভর্তি পরীক্ষা নিই তা শতভাগ স্বচ্ছ ও নিরাপদ। সবগুলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তো এক নয়। তাই আমরা চাই আগে নিরাপদ ভর্তি পরীক্ষা।

এর আগে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য। সভায় একই সঙ্গে সান্ধ্যকালীন কোর্স সাময়িক বন্ধ রাখার নির্দেশও প্রদান করা হয়েছে।

তার আগে গত বুধবার বুয়েট ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button