রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ভোটের আশা নিয়ে ভোটার পরিবর্তন সহ কৌশলে ব্যস্ত সুযোগ সন্ধানিরা

মোঃ নুরজামাল ইসলামঃ

দিন যতই যাচ্ছে পৌরসভা ভোটের দিন ততই ঘনিয়ে আসছে। আর এই সুযোগ কে কাজে লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে কিছু সুযোগ সন্ধানি নেতা কর্মীরা। এদের অনেকের বিরুদ্ধে রয়েছে সরকারি জায়গা দখল, হত্যা মামলা, পুকুর টেন্ডার বাজি সহ ডজন অভিযোগ।

এত অভিযোগের বোঝা মাথায় নিয়েও কিভাবে তারা দলের মনোনয়ন চায় সেটি নিয়ে চলছে বিভিন্ন মহলে কানা ঘোষা। রাজশাহীর ৮টি উপজেলায় যে সকল পৌরসভা রয়েছে তার অধিক অংশেই বিতর্কিত প্রার্থীদের চলছে নির্বাচনী আনা গোনা। অনেকেই নির্বাচনে যোগ দিতে নিজের ভোটার বদল সহ অন্যের বাড়ি ঘর নিজের বলে দাবি করতে শুরুকরেছে।

এই ঘাপলা বাজি নেতাদের প্রতি এলাকাবাসিরা ক্ষোভে ফেটে পড়ছে। তানোর, গোদাগাড়িতে এমন ভাষমান প্রার্থীদের বেশী আনাগোনা শুরু হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অপর দিকে দুর্গাপুরে হত্যামামলার আসামি সহ দখল বাজ নামে পরিচিত ব্যক্তিরা ও নির্বাচনী প্রচারনায় মেতে উঠেছেন এরই মাঝে তারা লিফলেট দিয়ে পৌরসভার বিভিন্ন মোড়ে আলোচনার সৃস্টি করেছেন। এদের অনেকের নাম কেন্দ্রীয় নেতাদের টেবিলে চলেগেছে বলেও নিশ্চিত করেছে আওয়ামীলীগের একটি নির্ভর যোগ্য সুত্র।

আবার অনেকের নামের তালিকা দুর্নীতি দমন কমিশন সহ একাধিক জায়গায় পৌছে গেছে এরই মাঝে। তবে পুঠিয়ার চলমান মেয়র ক্ষমতায় থাকা কালিন সময়ে যে সকল অনিয়মের অভিযোগ উঠেছে তা কতটূকু নির্বাচনে প্রভাব পড়বে সেটি নিয়ে এখনো কোন মন্তব্য করেননি দলের নেতা কর্মীরা। অনেকেই বলাবলি করছেন সরকারি পুকুর দখলের শক্ত অভিযোগ রয়েছে এই বর্তমান মেয়র রবির উপরে। আগামি ডিসেম্বর মাসের শেষের দিকে এই নির্বাচনের আশংকা নিয়ে কয়েক ডজন ব্যক্তি কাজ করছেন দলের মনোনয়ন পেতে।

এদের এলাকায় কত টুকু সুনাম রয়েছে এরই মাঝে এই নিয়ে দলের উপর মহল বিভিন্ন ভাবে জরিপ শুরুকরেছে বলেও নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগের এক নেতা। তিনি বলেন অবৈধ টাকা উপার্জন দিয়ে এবার দলের মনোনয়ন হবেনা। দলের মনোনয়ন তাদের কেই দেওয়া হবে যারা সাধারন মানুষের মাঝে ইমেজ সৃস্টি করতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সকল বিতর্কিত ব্যক্তিদের পূর্বে অনেকবার হুশিয়ারি দিয়েছিলেন কোন প্রকার বিতর্কিত ঘটনার জন্ম না দেওয়ার জন্য।

যাদের বিরুদ্ধে এমন বিতর্কিত অভিযোগ রয়েছে তারা যেন এখনি নির্বাচনী প্রচারনা থেকে সরে দাঁড়ান এটিই হবে তাদের জন্য উত্তম। পুলিশের একটি সুত্র জানিয়েছে নির্বাচন করতে আসা অনেকের নামে মাদকের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।সুত্রটি জানান কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদকের ব্যবসার, আবার কারো বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক সেবনের, তারা উভয়েই অপরাধি বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button