ঠাকুরগাঁ

পীরগঞ্জে ভুমিহীনদের বাড়িতে হামলা,আহত-১০

লিমন সরকার, ঠাকুরগাঁঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুমিহীনদের বাড়ি ঘড়ে দু’দফা হামলা চালিয়ে মারপিট, ভাংচুড়, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।এতে আহত হয়েছে নারী পুরুষ সহ কমপক্ষে ১০ জন। এদের পীরগঞ্জ এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বেলডাঙ্গী ভুমিহীন জনসংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ভুমিহীনদের জমি জবর দখল কারার উদ্দেশ্যে ঐ এলাকার হযরত বাহিনীর লোকজন শনিবার রাত সাড়ে ৮ টার দিকে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বেলডাঙ্গী ভুমিহীন জনসংগঠন অফিস সহ এর আশপাশের তিনটি ভুমিহীন পরিবারে দু’দফায় হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারপিটের পাশাপাশি ঘড় ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

এরপর রবিবার সকালে আবারো হামলা আবারো ভুমিহীনদের বাড়িতে হামলা করে ৭টি গরু ও ২টি ছাগল নিয়ে যায়। পাশ্ববর্তী সেতাবগঞ্জ উপজেলার দমকল বাহিনীর সদস্যরা রাতে ঘটনাস্থালে এসে আগুন নেভায়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button