দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে গাছের সাথে বাধা প্রেমিক প্রেমিকা

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে পরকীয়ায় লিপ্ত থাকায় এক প্রেমিক যুগলকে আটক করে আমগাছের সঙ্গে দীর্ঘক্ষণ বেঁধে রেখে পরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সরে জমিনে দেখাযায় গাছে বাঁধা প্রেমিক যুগলকে পাহারা দিচ্ছিল গ্রাম্য পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম নামের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় তাদের বেঁধে রাখলেও মারধর করা হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আটক প্রেমিকের নাম আহসান হাবীব। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। অপর দিকে মেয়েটির ঘরেও এক সন্তান স্বামী রয়েছে।

ধারনা করা হচ্ছে তাদের দুজনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। একই জায়গায় তাদের বাড়ি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাঠ থেকে বাড়ি আসার সময় প্রেমিক আহসান হাবিবের বাড়ি থেকে অশালীন কর্থাবার্তা শোনা যাচ্ছিল। তিনি জানালা খুলে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের ঘরেই আটক করেন স্থানীয় জনতা।
স্থানিয়দের বক্তব্য আহসান হাবিব এলাকায় লম্পট হিসেবে পরিচিত। একাধিকবার তাকে নিয়ে নারীঘটিত বিচার ফয়সালা করা হয়েছে। তার কুনজরে পাড়া-প্রতিবেশী নারীরা অতিষ্ঠ ছিল বলেও অভিযোগ উঠেছে।

আটককৃত আহসান হাবিব অভিযোগ করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে জোর করে আটক করে।
তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ভুক্তভোগী ওই নারী জানান, তিনি দুপুর ১২টার দিকে বিলে পটলের ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আহসান হাবিবের বাড়ি কাছে এলে তিনি ৫ হাজার টাকার প্রলোভন দিয়ে তাকে দুই হাজার টাকার হাতে ধরিয়ে দিয়ে কুপ্রস্তাব দেয়। পরে তার ডাকে সাড়া দিয়ে ঘরে গেলে স্থানীয়রা তাদের আটক করে।
বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে আটকদের পাহারা দিচ্ছেলেন গ্রাম্য পুলিশ সাইফুল ইসলাম। তিনি বলেন, চেয়ারম্যানের নির্দেশে তাদের পাহারায় নিয়োজত আছেন তিনি। চেয়ারম্যান ও গ্রাম্য মাতব্বর এলে স্থানীয়ভাবে বিষয়টা মিটিয়ে ফেলা হতে পারে।

এই বিষয়ে নান্দিগ্রামের গ্রাম্যমাতব্বর আবু সাইদ বলেন, ‘আমি পার্শ্ববর্তী একটি বাজারে ব্যবসা করি। সেখানে দোকান আছে আমার। আমি এখনো দোকান বন্ধ রেখে ঘটনাস্থলে যেতে পারিনি। এলাকাবাসী আমাকে বারবার ফোন দিচ্ছেন। আমি দোকান বন্ধ করে যেতে পারছি না। তাদের বলে দিয়েছি, এ বিষয়ে তোমরা আইনের হাতে তুলে দাও। তারা আমার কথা শুনছেন না। আমার আসার অপেক্ষায় আছেন।

নওপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ‘খবর পেয়ে আমি ওখানে গ্রাম্য পুলিশ পাঠিয়েছি। আমি ঘটনাস্থলে যাইনি। কারণ ধর্ষণের ঘটনার বিচার বা ফয়সালা করার অধিকার আমার নাই। আমি তাদের থানা পুলিশে খবর দিতে বলেছি। হয়ত এতক্ষন পুলিশ সেখানে গেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, বিষয়টা শুনেছি। এলাকাবাসী থেকে জানানো হয়েছে, তারা পরস্পর বিয়ে করবে। কোনো অভিযোগ পাইনি। যেহেতু তারা বিয়ে করতে চায়, তাহলে আমাদের তেমন কিছু করার থাকেনা।

দুপুর থেকে আমগাছের সঙ্গে তাদের বেঁধে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাদের বেধে রাখা হয়েছে বিষয়টি আমি শুনেছি,তবে তাদের বেঁধে রাখা যাবে না। আমি দ্রুত বিষয়টা খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি বলে জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button