রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর নিম্নবর্ণিত ১৪ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ই আগস্ট হতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৭ই আগস্ট হতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতা বলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্র সমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। আইন অমান্য কারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবেন পুলিশ।

পরীক্ষা কেন্দ্র সমূহ হলো, নিউ গভঃ  ডিগ্রী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, শাহ্‌মখদুম কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী,  বরেন্দ্র কলেজ, রাজশাহী, শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, নওহাটা মহিলা  কলেজ, পবা, রাজশাহী।

আজ ১৩ই আগস্ট আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত ১ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button