রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে আরো বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদকঃ

দিনে দিনে কমে যাচ্ছে তাপমাত্রা, বেড়ে চলেছে প্রচন্ড শীত। রাজশাহী আবহাওয়া অফিস বলছে- গত চার দিনের তুলনায় কমেছে তাপমাত্রা। বুধবার থেকে আরো কমতে পারে তাপমাত্রা। বাড়তে পারে শীতও।

জানা গেছে, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৪ শতাংশ। এইদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি। তার আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা একই থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক কেএসএম গাউসউজ্জামান জানান, প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাতাসও রয়েছে সঙ্গে তাপমাত্রাও কমেছে। এই সপ্তাহ শেষ দিকে আরো তাপমাত্রা কমবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button