বাঘারাজশাহীরাজশাহী সংবাদ

বাঘায় শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উৎসব পার্কে জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, কাজী, নারীনেত্রী, ইমাম ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’।

সকাল সাড়ে ১১টায় অবসরপ্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী অঞ্চলের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বাদশা। তিনি শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে সকল নাগরিককে ভূমিকা রাখাসহ উন্নত শিক্ষা, বাল্যবিয়ে ও মাদক নির্মুলের লক্ষ্যে কাজ করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজিজুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাইফুল ইসলাম, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফিক, সাবেক অধ্যক্ষ এনামুল হাসান ঝন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, হিন্দু সম্প্রদায়ের নেতা সুজিত কুমার বাবু, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, আ’লীগ নেতা কামাল হোসেন, রাজশাহী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, জিয়া পরিষদের নেতা শাহিনুর রহমান, যুব মহিলালীগ নেত্রী শরিফা খাতুন, বিএনপি নেতা সুরুজ জামান, ছাত্রদল নেতা সোহেল রানা, প্রমুখ

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button