সংবাদ সারাদেশ
লাঠি দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, স্ত্রী আটক
সংবাদ চলমান ডেস্কঃ
লাঠি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপির চরকামালবার্তী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আটক সুলতানা বেগম ওই গ্রামের মেহের আলীর স্ত্রী।
সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এক পর্যায়ে মেহের আলীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন সুলতানা। এতে মেহের আলী মাটিতে পড়ে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অভিযুক্ত সুলতানা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে।



