রংপুরসংবাদ সারাদেশসারাদেশ

রংপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে নিহত ২

রংপুর প্রতিনিধিঃ

রংপুর অঞ্চলে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার আফরোজা ও পঞ্চগড়ের বোদা উপজেলার নছিমন বেওয়া

শনিবার সন্ধ্যা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অগ্নিদগ্ধ হয়ে নতুন করে ৫ জন নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে একজনকে বার্ন ইউনিটে এবং বাকি ৪ জনকে ১৬ নম্বর (বিশেষ) ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে যাওয়ায় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অগ্নিদগ্ধরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ির আয়েশা খাতুন, নাগেশ্বরীর ফাতেমা বেগম, লালমনিরহাটের আদিতমারির সফুরা বেগম, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বুললি আক্তার ও নীলফামারীর রহিমা বেগম।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ জানান, শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তারা দগ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button