চারঘাটরাজশাহী

চারঘাটে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপ দ্বন্দই ছিল শাহাবাজের মৃত্যুর কারণ

মোঃ আমজাদ হোসেন চারঘাট প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের তাতারপুর আক্কাসের মোড়ে  মাদক ব্যবসায়ীদের  দুই গ্রুপের দ্বন্দ্বে শাহবাজ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চারঘাট  উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের তাতারপুর গ্রামের আক্কাসের মোড়ে   এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্য সাহাবুর আলী ও  কালাম আলী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক ব্যবসায়ীদের  গ্রুপ। এরপর সন্ধ্যা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর গ্রামের আক্কাসের মোড়ে অবস্থান নিলে । এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহাবাজ আলীকে জনসম্মুখে কোপানো হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

 এই খুনের ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।চারঘাট মডেল থানা  পুলিশ আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রেখেছে বলে জানান তিনি।

এ দিকে মাদক ব্যবসায়িদের এমন ঘটনা পুরো চারঘাট উপজেলার মানুষকে প্রশ্নের সম্মুখিন করেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button