গোদাগাড়ীরাজশাহী

গোদাগাড়ীর ঐতিহাসিক পুরাকীর্তি স্থাপন রক্ষার দাবি

মিজানুর রহমান গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ী উপজেলার কুমরপুরে প্রায় ২০ থেকে ২২ ফুট উঁচুতম টিলার পুরাকীর্তি স্থাপনটি। ১৬৬২ সনে পারস্য দেশ থেকে আগত এক ইসলামি শান্তির দিশারি কুমরপুর এই উঁচুতম টিলার উপরে আগমন ঘটে। সেই ইসলামি আলোর শান্তির দিশারি ঐতিহাসিক ইসলামের সম্প্রসারণ ঘটে। সেই থেকে পুরাকৃত্তি স্থাপন টির নামকরণ হয়। হযরত শাহ মির্জা আলীকুলি বেগ (রহঃ) পুরাকীর্তি স্থাপন। এই স্থাপনাটির উঁচুতম টিলার আয়তন প্রায় ৮ থেকে ১০ বিঘা সবুজ শ্যামল নির্মিত ঘিরে রয়েছে পুরাকীর্তি স্থাপনটিকে।

কিন্তুু বর্তমান সময়ে মানুষ ও গবাদি পশুর অবাধ বিচরণ ঘটায় সবুজ শ্যামল প্রকৃতির স্থাপন টির পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এলাকার সর্ব সাধারণের দাবি এই ঐতিহাসিক জায়গাটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এই ঐতিহাসিক জায়গাটি ঘিরে আলিম মাদ্রাসা কিন্ডারগার্ডেন মসজিদ গোরস্থান ঈদগাহা গড়ে উঠেছে। জায়গাটি সংরক্ষণের ব্যবস্থা না করা হলে, অতি দ্রুত সময়ের মধ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে। জায়গাটি সংরক্ষণ করা হলে দেশি-বিদেশি অনেক দর্শনার্থী ঐতিহাসিক ইতিহাস জানতে পারবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button