গোদাগাড়ীরাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

গোদাগাড়ীতে ১০৫ বছরের ঐতিহাসিক দূর্গাপূজা মণ্ডপ নিমতলা

মোঃ মিজানুর রহমান, গোদাগাড়ীঃ

গোদাগাড়ী এই ঐতিহাসিক পূজামণ্ডপটি স্থাপিত হয় বাংলা সনের ১৩২৩ সনের দিকে। শরতের এক শুভলগ্নে শিউলি ফুলের টুপটাপ ঝরে পড়া ভোর বেলায় দূর্গতিনাশিনী সার্বজনীনের মাঝে উৎসবের বার্তা নিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিতে একশত পাঁচ বছরের ঐতিহাসিক দূর্গাপূজা মণ্ডপ নিমতলা মন্দিরে প্রতি বছরের ন্যায় সম্প্রীতি উৎসবের আয়োজন চলছে।

মন্দির কমিটির সভাপতি বাবু মন্ডল (বাবু) সংবাদ চলমান এর মাধ্যমে তার বাণীতে বলেন, শরতের হিমেল বাতাস বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি সার্বজনীন নিমতলা ১০৫ তম দূর্গপৃজা উৎসবের ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল কে শারদীয় শুভেচ্ছা জানান।

তিনি আরও জানায় আমরা সনাতন ধর্মালম্বী গোষ্ঠীরা শান্তিপৃন ভাবে উৎসব পালন করে থাকি। অত্র এলাকার মানুষ আমরা শান্তির সম্প্রীতিতে বিশ্বাসী। এই ঐতিহাসিক পূজা মন্ডপে দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর শান্তির সহিত আগমন ঘটে।

সাধারণ সম্পাদক গণপতি মন্ডল (চন্ডি) জানায়, গোদাগাড়ী উপজেলায় প্রায় ৪০ টি পূজা মন্ডপ এর মধ্যে বড় প্রতিমা নিমতলা মন্ডপ। এই বার দেবীর ঘোটকে আগমন, ফল ছত্রভঙ্গ, ফল মোড়ক ও দেবীর দোলায় গমন । পূজা মন্ডপ ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button