গোদাগাড়ীরাজশাহী

গোদাগাড়ীতে প্রান গেল বিষপান করা সেই আরেক কৃষকের

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানের জমিতে পানি না পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক কীটনাশক পানে অভিনাথ মার্ডির মৃত্যুর একদিন পর এবার মারা গেলেন তার চাচাতো ভাই কৃষক রবি মার্ডি।

২৫ মার্চ শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি মার্ডি মারা যায়। এদিকে সেচ নলকুপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম।

শুক্রবার সন্ধায় ৭টার দিকে রোজিনা হেমরম এজাহার নিয়ে থানায় গেলে মামলাটি গ্রহন করেন পুলিশ। এসময় রোজিনা হেমরমের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক আসরাফুল ইসলাম তোতা,জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও তার পরিবারের সদস্যরা।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে আটক করতে পুলিশ অভিযান চলছে। সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সেচের পানি না পেয়ে দুইজন কৃষকের কীটনাশক পানে আত্নহত্যা করাটা অত্যন্ত মর্মান্তিক।

এ ঘটনার সঙ্গে জড়িত সাখাওয়াত হোসেনকে আটক করে শাস্তির দাবি জানিয়েছে আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড়। গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের মৃত বাবুচাঁদ মারান্ডির ছেলে। চিকিৎসাধীন অন্যজনের নাম রবি মারান্ডি (২৭)। বোরোর জমিতে সেচের পানি না পেয়ে কীটনাশক পান করে আত্নহত্যা করলে স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button