রাজশাহীরাজশাহী সংবাদ

কোল্ড স্টোরেজে চুরির ঘটনায় গ্রেফতার-৫

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার রাজ কোল্ড স্টোরেজের সিন্ধুকের তালা ভেঙ্গে ৩০ লক্ষ ৬৭ হাজার টাকা চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাকৃত আসামিরা হলেন, মো: আ: জালাল শেখ (৫৯), কাদের শেখ (২৮), কামরুল ইসলাম (৪০), ইকতিয়ার বিশ্বাস(৪২), জাকির গাজী(৫৬), জালাল বাগেরহাট জেলার সদর থানার পাতিলাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কাদের শেখ একই এলাকার আ: কামাল শেখের ছেলে। কামরুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার ধুলিরগাতির মৃত মতলেবের ছেলে , ইকতিয়ার বিশ্বাস কোতয়ালী থানার হামিদপুরের মৃত মোকছেদ আলী বিশ্বাসের ছেলে। জাকির গাজী নড়াইল জেলার লোহগড়া থানার কুন্দুসি গ্রামের মৃত ধলা গাজীর ছেলে। তারা সকলেই বর্তমানে যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামে বসবাস করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য অস্ত্র সহ ফকিরহাট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি সহ রাজশাহী মহানগরী’র পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির কথাও স্বীকার করেন। বিষয়টি ফকিরহাট থানা আরএমপি’র পবা থানা পুলিশকে অবহিত করে।

উক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সাহাবুল ইসলাম ফকিরহাট থানায় উপস্থিত হয়ে গ্রেফতার হওয়া ৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামিরা কোল্ড স্টোরেজের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাদের পুনঃগ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামিদের পুনঃগ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পবা থানার রাজ কোল্ড স্টোরেজে ভোল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গতকাল ৮ সেপ্টেম্বর পবা থানা আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি জালাল শেখ নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ জুন রাতে মাঝ বয়সী তিন ব্যক্তি কাপড় দিয়ে মুখ ঢেকে পবা থানার বড়গাছী গ্রামে রাজ কোল্ড ষ্টোরেজের ভিতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের গেটের তালা ও ক্যাশ রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে ভোল্টের তালা ভেঙ্গে ৩০ লক্ষ্য ৬৭ হাজার  টাকা চুরি করে নিয়ে যায়। রাজ কোল্ড স্টোরেজের মালিক মো: আহসান উদ্দিন সরকারের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় ঐ দিন ১ টি চুরির মামলা রুজু করা হয়ে ছিলো।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button