রাজশাহীরাজশাহী সংবাদ

অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত শিশু, মানবতার পরিচয় দিলেন পথচারী

নিজস্ব প্রতিবেদকঃ

আজ সোমবার সময় আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে রাজশাহীর তালাইমারি নর্দানমোড় এলাকায় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে শিশু রিয়া ৮।

বরফ ওয়ালার ঝুনঝুনির শব্দ পেয়ে বাসা থেকে বের হয়ে আসে রিয়া। রাস্তায় আসার পর রাস্তার এপাশ থেকে ঐ পাশে পার হতে গিয়ে অটোরিক্সার সাথে ধাক্কা লেগে যায়। দেখা যায়, শিশুটি অটোরিক্সার নিচে পড়ে রয়েছে এবং তার বাম পাঁ ভেঙ্গে যায় । এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষতি হয়েছে।

সে সময়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা এবং সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ রাজশাহী জেলা কমিটির জনসংযোগ ও প্রচার সম্পাদক আলিফ আনোয়ারুল।

ঘটনাটি দেখে থেমে থাকতে পারেননি তারা। তাদের নিজের গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। মোস্তফা ও আলিফ জানেনা, কে তার (রিয়ার) বাবা কে তার মা। প্রায় ঘন্টা খানেক পরে ছুটে আসেন শিশুটির মা সহ আত্নীয় স্বজন।

জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটির নাম নুসরাত জাহান রিয়া, পিতার নাম সাকিল হোসেন, গ্রাম বিনোদপুর (মির্জাপুর)। বাবা কাঠমিস্ত্রীর কাজ করেন। শিশুটি মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ১ম স্থান অধিকারী কৃতীছাত্রী। বর্তমানে সে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

তবে সবচেয়ে বড় মানবতার পরিচয় দিলেন পথচারী মহিদুল ইসলাম মোস্তফা। পরিবারের খোঁজ খবর নিয়ে জানতে পারে বাচ্চাটির পরিবার খুবই দরিদ্র। তাই বাচ্চটির সকল চিকিৎসা ব্যয়ভার বহন করেন মহিদুল ইসলাম মোস্তফা এবং বাচ্চাটির পরিবারকে নগদ ৫ হাজার টাকা দিয়ে সহযোগিতাও করেন। শিশুটির মা বাবা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button