বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বাবার উপর অভিমান করে শান্ত মিয়া নামে এক যুবক বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মৃত শান্ত মিয়া (১৮) জেলা শহরের শিমরাইলকান্দি পশ্চিমপাড়া এলাকার শাহ-আলমের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, শান্ত কোনো কাজ না করে বেকার ঘোরাফেরা করতেন। এ নিয়ে গত বৃহস্পতিবার শান্তকে তার বাবা বকাঝকা করেন। এতে শান্ত অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুই দিন চিকিৎসার পর আজ শনিবার দুপুরে শান্ত মারা গেছেন, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলেও জানান ওসি আসলাম হোসেন।



