দূর্গাপুরপুঠিয়ারাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফা (৫৮) মারা গেছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাদিম মোস্তফার ছোট ভাই ব্যবসায়ি সাইদ হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদ চলমানকে বলেন , নাদিম মোস্তফা হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। নাদিম মোস্তফার ঘনিষ্টজন জানান ঢাকার বাসায় আজ রোববার সকালে তিনি নাশতা করার পরেই অসুস্থতা বোধ করেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নাদিম মোস্তফা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকা থেকে লাশ আনার পর আজ রোববার রাতে তাঁর নির্বাচনী এলাকায় এবং আগামীকাল সোমবার সকালে রাজশাহী মহানগর এলাকায় জানাজা হবে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।পর দিকে নাদিম মোস্তফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নির্বাচনি এলাকায় নেমে আসে শোকের ছায়া।মহুর্তেই শোক প্রকাশ করেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টু । তিনি বলেন নাদিম মোস্তফার অবদান দুর্গাপুর পুঠিয়া অঞ্চলে ভোলার মত নয়। তার আত্নার মাগফেরাত কামনা করেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button