গোদাগাড়ীরাজশাহী সংবাদ

রাজশাহীর গোদাগাড়ীর ১১ নভেম্বরের ভোট নিয়ে বিতর্ক

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গত ১১ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গোগ্রাম ইউনিয়ন পরিষদে হযরত আলী আনারস প্রতিক নিয়ে ৫শ ভোটের উপরে এগিয়ে থাকলেও তার নিকট তম প্রতিদ্বন্ধি মজিবর রহমানের নাম ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কমিশন।

গোগ্রাম ইউনিয়নের একাধিক ব্যক্তি গনমাধ্যমকে জানান এই ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশের পর আমরা জানতে পারি মোঃ হযরত আলী ৫শ এর উপরে ভোটে জয়ী হয়েছেন কিন্তু পরবর্তীতে গভীর রাতে এই চিত্র পাল্টে যায়। ভোট কেন্দ্রের ফলাফলের প্রাথমিক যোগ ফলে মোঃ হযরত আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কিন্তু অজ্ঞাত কারনে তার নাম ঘোষনা না করায় তিনি মহামান্য হাইকোর্টে সকল বৈধ কাগজ দিয়ে একটি রিট করেছেন আর তারই প্রেক্ষিতে হাইকোর্ট ৬০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের উপর। গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুঠো ফোনে জানান তিনি ট্রেনিংয়ে রয়েছেন, তবে নিষেধাজ্ঞার কোন কাগজ তিনি পাননি। এমন ঘটনা আসলে ভুল নাকি কোন অসৎ উদ্দেশ্যে করা এমন প্রশ্নের উত্তর দেননি গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button