রাজশাহী সংবাদ
রাজশাহীতে মোটর সাইকেলে তৈল নিতে গিয়ে আগুনে পুড়লো গাড়ি
স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে মোটর সাইকেলে তৈল ভরতে এসে নিজের মোটরসাইকেল আগুনে পুড়ে নষ্ট করেছেন একযুবক।
জানাগেছে, আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটায় আবুল হোসেন কোম্পানির এক মোটর সাইকেল চালক নগরীর ভদ্রা এলাকার মেসার্স আব্দুস সালাম খান চৌধুরী এন্ড সন্স তৈল পাম্পে তৈল নিতে আসলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পেট্রোল পাম্পের অসতকর্তার কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে গাড়ির সাথে চালকের জীবনের ঝুঁকির কথাও বিবেচনা করা উচিত বলে মনে করছেন অনেকেই। রাজশাহীর অনেক তৈল পাম্পেই মানা হচ্ছেনা সরকারের বেধে দেওয়া নিয়ম। যেটি তদারকি ও ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
জানতে চাইলে পাম্পের ম্যানেজার জিয়াউল ইসলাম জানান, আমি সকালে পাম্পে ছিলাম না। তিনি বলেন, আমি দুপুরে এসে শুনলাম এমন ঘটনা ঘটেছে।




