দূর্গাপুররাজশাহী সংবাদ

দূর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মমিন ইকবাল দূর্গাপুর পৌর প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ শনিবার (৭ নভেম্বর ) দূর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মহসিন মৃধার সভাপতিত্বে, বছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন। অনুষ্ঠানে মনোয়ার হোসেন সহকারী পরির্দশন সমবায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সমবায় কর্মকর্তা মোঃ কাউসার আলী।

উক্ত অনুষ্টানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা ট্যাগ অফিসার মোঃ সাইফুল ইসলাম। দূর্গাপুর থানার তদন্ত ওসি মোঃ মাহামুদুল হাসান, সমাবয় সমতির সভাপতি আব্দুর রহমান ও এশার আলী। এ অনুষ্ঠানে বক্তারা, বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন।

বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে।

বিগত দশ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি,সাধারন সম্পাদক,সদস্য সহ সমাবয় উদ্যেক্তা,শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button