রাজনীতিসংবাদ সারাদেশ

আগামীর নির্বাচনগুলো হবে সততার সঙ্গেঃ সিইসি

সংবাদ চলমান ডেস্কঃ

আগামীর নির্বাচনগুলো হবে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে।আর সুষ্ঠভাবে নির্বাচনগুলো পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ ২৭ ফ্রেব্রুয়ারি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তিনি কথা বলেন ।

সিইসি বলেন, আমাদের ক্ষমতা অসীম নয়। সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। তবে সুষ্ঠ নির্বাচন পরিচালনায় রাজনৈতিক দলগুলোকে আমাদের সহযোগিতা করতে হবে। 

তিনি আরও বলেন, আমরা আমাদের সাধ্যমতো ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করব। আমরা চাই কোনো দলই যেন ভোটের মাঠ ছেড়ে চলে না যায়। কারণ কোনো দল ভোটের মাঠ ছেড়ে গেলে নির্বাচন আর সুষ্ঠ থাকে না।

এই বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, আজ আমরা নির্বাচন কমিশনের সবার সঙ্গে পরিচিত হয়েছি। যদিও আমার সবাই নতুন। আমরা নির্বাচন কমিশন নিয়ে সেভাবে অভিজ্ঞ না। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের জ্ঞান আছে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সবার সঙ্গে বসে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। নির্বাচনের বিধিবিধান ও কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের মেয়াদে কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button