যশোরসংবাদ সারাদেশ

বাগআঁচড়ার গরু হাটে পাস জালিয়াতির অভিযোগ 

যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শা বাগআঁচড়া (৭মাইল) পশু হাটের নকল মেয়াদ উত্তীর্ণ ভুয়া পাস দেওয়ার অভিযোগ উঠেছে ৩নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলামসহ সাবেক (৭মাইল) পশুহাট মালিক আব্দুল খালেক খতিব, এর ছেলে আবু সাইদের বিরুদ্ধে।

জানা গেছে, গত (৩১শে মে ২০২২) মঙ্গলবার মেম্বার আসাদুল, আবু সাইদ, ফয়সাল, শান্ত, এবং টুটুল, সহ কয়েক জন পশুহাটে গোপনে পাস দেওয়ার সময় হাটের কর্মরত ব্যক্তিরা জানতে পারলে কমিটিকে অবহিত করে। কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তড়িঘড়ি করে হাট থেকে বেরিয়ে যাওয়ার সময় কোমরে লুকিয়ে রাখা পাস বই পড়ে গেলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। 

পরে বিষয়টা গরু হাট ইজারাকৃত মালিক নাজমুল হোসেনকে অবহিত করলে। তিনি উপজেলা প্রশাসন কাছে লিখিত

অভিযোগ করা, সহ শার্শা থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বলেন নাজমুল হোসেন, বাদী হয়ে অভিযোগ দিয়েছে বিষয়টি শার্শা থানার ওসি তদন্ত করছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত ওসি মামুন খান, জানান, নাজমুল হোসেন বাদী হয়ে ভুয়া মেয়াদ উত্তীর্ণ পাস দেওয়ার অভিযোগে মঙ্গলবার একটা মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য: পশুহাট মালিক নাজমুল হোসেন, সরকার জারীকৃত গরু হাট টেন্ডার আহ্বানে সাড়া দিয়ে সর্বোচ্চ দরদাতা হওয়ায় পশুহাটটি তিনি ইজারা পান, বিরোধী পক্ষ না পাওতে শত্রুতা করে হাটে লোকসান করানোর জন্য সাবেক হাট মালিকের ছেলে আবু সাইদ, মেম্বার আসাদুল ইসলাম, সহ তাদের অনুসারীরা হাট পরিচালনায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি ও ব্যবসায়ীদের ভয়-ভীতি প্রদর্শন এবং হটে আসতে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button